মিস নাছিমা চাঁপাইনবাবগঞ্জের একটি প্রত্যন্ত গ্রামে মাসকলাইয়ের ডালের বড়ি ও পাঁপড় তৈরির একটি ব্যবসায় স্থাপন করতে চান। তিনি এই শিল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি বিনিয়োগ সুযোগ-সুবিধা যাচাইসহ সংশ্লিষ্ট সকলের পরামর্শে ১০ জন মহিলা কর্মী নিয়ে ব্যবসায়টির কাজ শুরু করেন। উৎপাদিত পণ্য বিপণনে সহায়তা ও অবকাঠামোগত উন্নয়নে সাহায্যের জন্য মিস নাছিমা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন।
ক) ব্র্যাক কী?
খ) নারী উদ্যোক্তা তৈরিতে কোন অধিদপ্তর কাজ করে? ব্যাখ্যা করো।
গ) মিস নাছিমা ব্যবসায় স্থাপনে কোন ধরনের সহায়ক সেবার সহায়তা নিয়েছেন? বর্ণনা করো।
ঘ) মিস নাছিমা শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ কোন প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়েছেন? বিশ্লেষণ করো।