সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের রাজত্বকাল ১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল।
শাহ মুহম্মদ সগীরের ইউসুফ জোলেখা কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও এটি একটি মানবিক প্রেমোপাখ্যান হিসেবে বিবেচিত।
শাহ মুহম্মদ সগীর সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সময়ে কর্মচারী ছিলেন এমন ধারণা করা হয়।
শাহ মুহম্মদ সগীর কখনো সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেননি।
ইউসুফ জোলেখা কাব্যে শাহ মুহম্মদ সগীর দেশি ভাষার সঙ্গে আরবি ভাষা মিশিয়ে উপাখ্যান বর্ণনা করেছেন।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।