১৮৫৮ সালের ভারত শাসন আইন অনুযায়ী, সব ভারতীয় বর্ণ অনুসারে সরকারি চাকরি পেতে পারবে না।
লর্ড ক্যানিং ভারতীয় সিভিল সার্ভিসের দ্বার উন্মুক্ত করেন।
১৮৫৮ খ্রিষ্টাব্দে মহাবিদ্রোহের পর ব্রিটিশ শাসকগণ আরও দমনমূলক নীতি গ্রহণ করেন।
মহারানি ভিক্টোরিয়ার ঘোষণায় ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্বকারী গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৫৮ সালে ভারতের শাসনভার মহারানি ভিক্টোরিয়ার হাতে অর্পণ করা হলেও তিনি তা সরাসরি পরিচালন করেন নি।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।