অন্তঃকেন্দ্র সর্বদা ত্রিভুজের ভিতরে অবস্থান করে।
অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের বাহুগুলোর ওপর নেয়া রেখাংশগুলো সমান দৈর্ঘ্যের হয়।
অন্তবৃত্ত যেখানে ত্রিভুজের একটি বাহুকে স্পর্শ করে সেই বিন্দু অন্তঃবিন্দু বলে।
অন্তবৃত্তের ব্যাসার্ধ হলো অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের কোনো শীর্ষবিন্দুর দূরত্ব।
অন্তঃকেন্দ্র থেকে ত্রিভুজের কোনো একটি বাহুর প্রতি লম্ব দূরত্বটিকেই অন্তঃব্যাসার্ধ বলা হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।