$40 °C$ তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে $X$ যৌগ এবং পানি উৎপন্ন হয়।
ক) এসিড কাকে বলে?
খ) ইথেন অপেক্ষা ইথিন অধিক সক্রিয় কেন? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের X যৌগটিতে সংশ্লিষ্ট মৌলগুলোর শতকরা সংযুতি নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের X যৌগ কাপড়ের দাগ উঠানোর জন্য ব্যবহারের কৌশল বিশ্লেষণ কর।