কামাল পুকুরের পাশে একটি নতুন দালান তৈরি করে হোয়াইট ওয়াশ করেন। অধিকাংশ হোয়াইট ওয়াশ বৃষ্টির পানিতে মুছে পুকুরের পানিতে পড়ে। অন্যদিকে আলিফ ভাবলো, গাছের বৃদ্ধি ও ফলন ভাল না হওয়ার জন্য সম্ভবত তার এলাকার অতিরিক্ত শিল্পায়নই দায়ী।
ক) তীব্র এসিড কী?
খ) 2ppm COD বলতে কী বোঝ?
গ) কামালের পুকুরের পানিতে সাবান আগের মত ফেনা উৎপন্ন করবে কী? বর্ণনা করো।
ঘ) আলিফের ভাবনা কী যুক্তিসঙ্গত? বিশ্লেষণ করো।