রবিউল একটি প্রাকৃতিক দুর্যোগের ভিডিও দেখছিল। যেখানে সমুদ্রের পানির ঢেউয়ের উচ্চতা বেড়ে উপকূলের জনপদ নিশ্চিহ্ন করে দিলো। এমন সময় সে অনুভব করলো তার ঘরের আসবাবপত্রসহ বিল্ডিং কাঁপছে।
ক) সাইক্লোন কাকে বলে?
খ) বৈশ্বিক উষ্ণতা বিপজ্জনক কেন?
গ) রবিউলের দেখা দুর্যোগটি কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা করো।
ঘ) রবিউলের অনুভব করা দুর্যোগটি মোকাবিলায় কী কী করণীয়? ব্যাখ্যা করো।