তুহিনদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ছলিমগঞ্জ। একদিন হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হয়ে বাড়ির টিন উড়িয়ে নিল এবং গাছপালা উপড়ে ফেলল। ঘটনার কিছুদিন পর তুহিন স্কুলের পড়া পড়ছিল। এ সময় সে লক্ষ্য করলো তার টেবিল নড়ছে এবং ফ্যানগুলো কাঁপছে।
ক) নদী শাসন কাকে বলে?
খ) সেন্টমার্টিন দ্বীপে প্রবাল ঝুঁকিপূর্ণ কেন?
গ) তুহিনদের এলাকার প্রথম দুর্যোগটি কী? ব্যাখ্যা করো।
ঘ) দ্বিতীয় দুর্যোগটি যদি সমুদ্রে উৎপত্তিস্থল হয়, তাহলে কী ধরনের পরিণতি হতে পারে? বিশ্লেষণ করো।
নদী শাসন কাকে বলে?
সেন্টমার্টিন দ্বীপে প্রবাল ঝুঁকিপূর্ণ কেন?
তুহিনদের এলাকার প্রথম দুর্যোগটি কী? ব্যাখ্যা করো।
দ্বিতীয় দুর্যোগটি যদি সমুদ্রে উৎপত্তিস্থল হয়, তাহলে কী ধরনের পরিণতি হতে পারে? বিশ্লেষণ করো।