M একটি মৌল যার ইলেকট্রনগুলোর মোট চার্জ $2.7 imes10^{-18}$। N অপর একটি মৌল যার পারমাণবিক ভর 40 এবং এটি M মৌল যে পর্যায়ে অবস্থিত সে পর্যায়ে অবস্থিত।
ক) প্রোটনের আপেক্ষিক আধান কত?
খ) K এর সর্বশেষ ইলেকট্রন তৃতীয় শক্তিস্তরে না গিয়ে চতুর্থ শক্তিস্তরে প্রবেশ করে কেন?
গ) মৌলটির আপেক্ষিক আণবিক ভর নির্ণয় কর।
ঘ) M ও N মৌল দুইটির আয়নিকরণ শক্তির তুলনা কর।