পর্যায় সারণিতে অবস্থান অনুযায়ী Q, গ্রুপ-1 এর ৪র্থ পর্যায়ের মৌল এবং W, X, Y ও Z গ্রুপ-17 এর ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পর্যায়ের মৌল। [এখানে W, X, Y ও Z মৌলের প্রতীক নয়, প্রতীকী অর্থে ব্যবহৃত]
ক) ভরসংখ্যা কাকে বলে?
খ) M শেলের উপশক্তিস্তরসমূহের ইলেকট্রন ধারণক্ষমতা দেখাও।
গ) Q মৌলের ১৯তম ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ যায় কেন?
ঘ) উদ্দীপকের W, X, Y ও Z মৌলগুলোর ইলেকট্রন আসক্তির তুলনা করো।