প্রদত্ত রাসায়নিক প্রতীক ${ }_{6} পি, { }_{8} কিউ, { }_{12} আর$, যেখানে পি, কিউ এবং আর প্রতীকী অর্থে ব্যবহৃত। এই প্রতীকগুলির ভিত্তিতে তথ্য বিশ্লেষণ করো।
ক) অ্যালকোহল কাকে বলে?
খ) ফ্লোরিনের যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন? ব্যাখ্যা করো।
গ) $PQ_2$ যৌগে কোন ধরনের বন্ধন বিদ্যমান? ব্যাখ্যা করো।
ঘ) RQ এবং $\mathrm{PQ}_{2}$ উভয় যৌগদ্বয় পানিতে দ্রবীভূত হয় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।