ও'মের সূত্র অনুসারে, \( I = \frac{V}{R} \)।
বিভব স্থির থাকলে অধিক রোধ অধিক তড়িৎ প্রবাহ সৃষ্টি করে।
কোনো পরিবাহীর রোধ এক ও’ম হবে যদি এক ভোল্ট বিভব থেকে দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়।
তড়িৎ প্রবাহ বনাম বিভব লেখচিত্রের ঢাল রোধ নির্দেশ করে।
সূত্র \( R = \frac{V}{I} \) ও'মের সূত্র থেকে উদ্ভূত।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।