স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে জনগণের নৈতিক মনোবল অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টা মুজিবনগর সরকারের একটি অবদান।
মুজিবনগর সরকার ২৪টি যুবশিবির ও ১১২টি অভ্যর্থনা শিবির স্থাপন করেছিল।
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় ছিল না।
মুজিবনগর সরকারের প্রথম কাজ ছিল স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা।
মুজিবনগর সরকার বৈদেশিক সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।