O কেন্দ্রবিশিষ্ট PQR বৃত্তে A একটি বহিঃস্থ বিন্দু। AP এবং AQ বৃত্তের P ও Q বিন্দুতে দুইটি স্পর্শক।
ক) উপরের তথ্যের আলোকে বৃত্তটির চিহ্নিত চিত্র আঁক।
খ) প্রমাণ কর যে, AP = AQ.
গ) প্রমাণ কর যে, AO, PQ এর লম্বদ্বিখন্ডক।
উপরের তথ্যের আলোকে বৃত্তটির চিহ্নিত চিত্র আঁক।
প্রমাণ কর যে, AP = AQ.
প্রমাণ কর যে, AO, PQ এর লম্বদ্বিখন্ডক।