এশা তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার জন্য নিজ বাড়িতেই পাটের তৈরি খেলনা সামণীর একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। ব্যবসায়টি সম্প্রসারণের জন্য তিনি ছয় জন কর্মী নিয়োগ করেন। মানসম্মত পণ্য উৎপাদন করায় তার প্রতিষ্ঠানের পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে।
ক) মাঝারি সেবা শিল্প বলতে কী বোঝ?
খ) যানবাহন মেরামত কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা করো।
গ) এশার ব্যবসায়টি কোন ধরনের শিল্পের আওতায় পড়ে? ব্যাখ্যা করো।
ঘ) "দেশের অর্থনৈতিক উন্নয়নে এশার মতো উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ" — উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো।