মামুনের বাড়ি সিলেটের মাধবপুর গ্রামে। তিনি তার দুই ভাই, এক বোন, স্ত্রী ও দুইজন দক্ষ শ্রমিক নিয়ে বাড়ির পাশের একখন্ড জমিতে একটি শিল্প স্থাপন করেন। মামুনের পুঁজি ও কাচামালের সমস্যা না থাকায় ব্যবসায়টি ভালোভাবে উৎপাদন কার্যক্রম শুরু করে। কিন্তু মামুনকে উৎপাদিত পণ্য অনেক দূরে নিয়ে সদরে বিক্রি করতে হয়। আবার গত বর্ষায় কারখানার সামনের রাস্তাটিরও ব্যাপক ক্ষতি সাধন হয়। ফলে উৎপাদিত পণ্য বিপণনে মামুনকে বিভিন্ন সমস্য সম্মুখীন হতে হচ্ছে।
ক) কোন শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
খ) অনুন্নত এলাকা বলতে কী বোঝায়?
গ) মামুনের স্থাপিত শিল্পটি কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ) মামুনের উৎপাদিত পণ্যের সুষ্ঠু বিপণনে কী কী পদক্ষেপ নেওয়া উচিত?