মি. সানমুন একটি সিমেন্ট কারখানা স্থাপনের জন্য পায়রা সমুদ্রবন্দর এলাকায় কিছু জমি কেনেন। পরিবহন, শ্রমিকের সহজলভ্যতাসহ বিভিন্ন অনুকূল পরিবেশের জন্য তিনি বেশি আগ্রহী হলেন। নতুন কাজের সুযোগ সৃষ্টি হওয়ায় বন্দর এলাকায় ব্যাপক সাড়া পড়ে।
ক) সেবা শিল্প কী?
খ) কুটির শিল্প বলতে কী বোঝায়?
গ) মি. সানমুনের শিল্পটি কোন ধরনের? বর্ণনা করো।
ঘ) মি. সানমুনের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতি কীভাবে শক্তিশালী হবে তা মূল্যায়ন করো।