চাকরি না পেয়ে বন্ধুর সুপরামর্শে জনাব কবীর এক বছরের প্যারামেডিকেল কোর্স সম্পন্ন করে স্থানীয় রাজাবাজারে 'কবীর মেডিকেল হল' নামে একটি ওষুধের দোকান দেন। আশপাশে ওষুধের দোকান না থাকায় তার দোকানে ব্যাপক ওষুধ বিক্রি হয় ও অধিক মুনাফা হয়। অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
ক) ঝুঁকি কী?
খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা কী? ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকে জনাব কবীরের কাজ কীসের অন্তর্গত? বর্ণনা করো।
ঘ) তুমি কি মনে করো জনাব কবীর একজন সফল উদ্যোক্তা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।