জনাব আমিনুল ইসলাম পড়ালেখা শেষ করার পর একটি কম্পিউটার দোকানে কাজ নেন। ৮ বছর কাজ করার পর তিনি নিজে একটি সাভিসিং দোকান দেন। বর্তমানে তিনি ঢাকায় দুইটি কম্পিউটারের দোকানের মালিক। এতে তিনি শুধু নিজেই উপকৃত হচ্ছেন না বরং দেশের অর্থনীতিতেও অবদান রাখছেন।
ক) উদ্যোগ কী?
খ) ব্যবসায় কীভাবে জীবনযাত্রার মান উন্নত করে? ব্যাখ্যা করো।
গ) জনাব আমিনুলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি ফুটে ওঠেছে? বর্ণনা করো।
ঘ) জাতীয় অর্থনীতিতে জনাব আমিনুল কীভাবে অবদান রাখছেন? মূল্যায়ন করো।