কৃষির ওপর ডিপ্লোমা করে দুই বিঘা পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষে কাফি কামাল প্রত্যাশিত সফলতা পেয়েছেন। স্থানীয়ভাবে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় আর্থিক যোগানের অভাবে তার পক্ষে উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না। নিকটবর্তী বাজারে কোনো ব্যাংক না থাকায় তিনি ঋণের ব্যবস্থাও করতে পারছেন না। সম্প্রতি তাকে নিয়ে জাতীয় দৈনিকে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হলে তার কৃষিপণ্যের ব্যাপক চাহিদা বেড়ে যায় এবং পার্শ্ববর্তী থানা ও জেলা শহরের অনেক পাইকার তার সাথে যোগাযোগ করে সবজি ক্রয়ের অগ্রহ দেখান। সরকারের কৃষি বিভাগ থেকে যোগাযোগ করে তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
ক) নিষ্কাশন শিল্প কাকে বলে?
খ) বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় টু ব্যবসায় বলে অভিহিত করা হয় কেন? ব্যাখ্যা করো।
গ) সবজি উৎপাদনের ক্ষেত্রে কাফি কামালের প্রধান সমস্যাটি কী? দেখাও।
ঘ) “প্রয়োজনীয় সহায়তা পেলে কাফি কামালের মতো উদ্যোক্তারা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবেন" উক্তিটি মূল্যায়ন করো।