জনাব অমিত নারায়ণগঞ্জে হোশিয়ারি পণ্য তৈরির একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠানে ২০০ জন লোক নিয়োগ দেন। তার শিল্পে উৎপাদিত পণ্য নৌপথে সহজেই বিদেশে পাঠাতে পারেন। পণ্য রপ্তানির ক্ষেত্রে জনাব অমিত নিয়মিত কর মওকুফের সুবিধা পেয়ে থাকেন। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার কারণে তাদের পণ্যের চাহিদা দিন দিন বেড়ে যায়। তাই বেশি পণ্য উৎপাদনের জন্য আরও ৫০ জন লোক নিয়োগ দেওয়া হয় এবং শিল্পকারখানা সম্প্রসারণ করা হয়।
ক) উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশে কোনটির অভাব আছে?
খ) রাজনৈতিক অস্থিরতা বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
গ) জনাব অমিতের শিল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবসায়ে উদ্যোগের গুরুত্ব ব্যাখ্যা করো।
ঘ) ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশের আলোকে জনাব অমিতের শিল্পটি স্থাপন ও সম্প্রসারণের কারণ বিশ্লেষণ করো।