ফিশারিজ বিষয়ে পড়াশোনা শেষ করে মি. আরমান এক বছর চাকরির পেছনে সময় নষ্ট করেন। আশানুরূপ তিনি চাকরি লাভে ব্যর্থ হন। বন্ধুর পরামর্শে চাকরির পেছনে আর সময় নষ্ট না করে, নিজের শিক্ষাকে কাজে লাগিয়ে গ্রামের ৪টি পতিত পুকুর সংস্কার করে তাতে মাছ চাষ শুরু করেন। উৎপাদন ভালো হলেও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ার কারণে মাছ সংরক্ষণ ও সরবরাহে সমস্যায় পড়েন। আশা না ছেড়ে তিনি ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন। তিনি আরও মনে করেন ব্যবসায় উদ্যোগ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা জরুরি।
ক) পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম কিসের জন্য বিখ্যাত ছিল?
খ) ব্যবসায় উদ্যোগ ও ঝুঁকির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।
গ) উদ্দীপকের মি. আরমানের সমস্যায় পড়ার পেছনে পরিবেশের ঘাটতি আছে? বর্ণনা করো।
ঘ) "ব্যবসায় উদ্যোগ উন্নয়নের পথে সব বাধা উদ্যোক্তার একার পক্ষে কাটিয়ে ওঠা সম্ভব নয়"—উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।