Download AppGet SUN LIGHT AI App on Google Play

সৃজনশীল প্রশ্ন

জনাব মনির একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসায়ের সব ধরনের উপকরণকে তিনি যথাযথভাবে কাজে লাগান। তিনি প্রতিষ্ঠানের প্রতিটি কাজের ছক আগেই তৈরি করেন এবং সে অনুযায়ী কাজ পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে একবার মূলধনের ঘাটতি দেখা দিলে তিনি একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে স্বল্পমেয়াদি অর্থায়নের ব্যবস্থা করেন। তিনি উক্ত আর্থিক প্রতিষ্ঠানটির একজন সদস্য।
ক) ব্যবস্থাপনা কাকে বলে?
খ) কর্মীদের কাছে কোন ধরনের নেতৃত্ব বেশি জনপ্রিয়? ব্যাখ্যা করো।
গ) জনাব মনিরের গৃহীত অর্থায়নের উৎসটি ব্যাখ্যা করো।
ঘ) একজন ব্যবস্থাপকের কার্যাবলি বিবেচনায় জনাব মনিরের কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।
ব্যবস্থাপনা কাকে বলে?
Bunny Icon
কর্মীদের কাছে কোন ধরনের নেতৃত্ব বেশি জনপ্রিয়? ব্যাখ্যা করো।
Bunny Icon
জনাব মনিরের গৃহীত অর্থায়নের উৎসটি ব্যাখ্যা করো।
Bunny Icon
একজন ব্যবস্থাপকের কার্যাবলি বিবেচনায় জনাব মনিরের কাজের গুরুত্ব বিশ্লেষণ করো।
Bunny Icon
লিখিত প্রশ্নের এর উত্তর দিতে অ্যাপ ব্যবহার করুন।
Like this question?
পূর্ণ অভিজ্ঞতা পেতে SUN LIGHT AI app ব্যবহার করুনGet SUN LIGHT AI App on Google Play