উচ্চশিক্ষিত মি. মুসা 'নন্দিনী ড্রেস হাউজ' নামে একটি দেশীয় পোশাক তৈরির কারখানা স্থাপন ও পরিচালনা করেন। তিনি কর্মীদের চাহিদা ও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদানে আন্তরিক হলেও কর্মীরা যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেন এ ব্যাপারে কঠোর হতে পিছপা হন না। তিনি প্রতিষ্ঠানের যেকোনো বিষয়ে কর্মীদের সাথে আলোচনা করলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দেন। অন্যদিকে রুহি ফ্যাশন হাউজ এর মালিক মি. নয়ন তার কর্মীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন।
ক) ব্যবস্থাপনা কাকে বলে?
খ) নেতাকে অবশ্যই দূরদর্শী সম্পন্ন হতে হয়'- ব্যাখ্যা করো।
গ) 'নন্দিনী ড্রেস হাউজ' এ কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান? বর্ণনা করো।
ঘ) উদ্দীপকে বর্ণিত কোন নেতৃত্বকে তুমি সমর্থন করো? যুক্তি দাও।