জনাব আশরাফ নিহান গার্মেন্টস এর মালিক। তিনি নিজে ব্যবসায়ের প্রয়োজনীয় বিষয়ে সিদ্ধান্তে অধীনস্থদের সাথে আলাপ- আলোচনা মাধ্যমে ঠিক করেন। অপরপক্ষে তারই বন্ধু জনাব কাদের তার প্রতিষ্ঠানের কর্মীদের বিশ্বাস করেন না এবং সবসময় কাজ করতে বাধ্য করেন। এজন্য তার ব্যবসায়ের অবস্থা ক্রমাগত খারাপ হতে চলেছে।
ক) হেনরি ফেয়োল এর ব্যবস্থাপনার সংজ্ঞাটি কী?
খ) প্রেষণার ফলে কর্মীরা কাজে অধিক মনোযোগী হয় কেন? ব্যাখ্যা করো।
গ) নেতৃত্বের ধরন অনুযায়ী জনাব কাদের কোন ধরনের নেতা বর্ণনা করো।
ঘ) প্রতিষ্ঠানের জন্য জনাব কাদেরের নেতৃত্বের চেয়ে জনাব আশরাফের নেতৃত্ব অধিকতর যুক্তিযুক্ত মূল্যায়ন করো।