মান্নান সাহেব বেশ কিছুদিন ধরে অসুস্থ। তার রক্তে অণুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। অন্যদিকে তার মা ও ভাতিজাও এ ধরনের রক্তের সমস্যায় আক্রান্ত। তার মায়ের দেহে শ্বেতকণিকার পরিমাণ অত্যধিক বেড়ে গেছে। আবার তার ভাতিজার রক্তে লোহিতকণিকা ভেঙে গিয়ে রক্তশূন্যতা সৃষ্টি হচ্ছে।
ক) উচ্চ রক্তচাপ কাকে বলে?
খ) AB গ্রুপের রক্তকে কেন Universal Acceptor বা সর্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়?
গ) মান্নান সাহেবের রোগটি কী? ব্যাখ্যা করো।
ঘ) মান্নান সাহেবের মা ও ভাতিজার রোগ দুটির মধ্যে একটি বংশগত হলেও অপরটি নয়- বিশ্লেষণ করো।
উচ্চ রক্তচাপ কাকে বলে?
AB গ্রুপের রক্তকে কেন Universal Acceptor বা সর্বজনীন রক্ত গ্রহীতা বলা হয়?
মান্নান সাহেবের রোগটি কী? ব্যাখ্যা করো।
মান্নান সাহেবের মা ও ভাতিজার রোগ দুটির মধ্যে একটি বংশগত হলেও অপরটি নয়- বিশ্লেষণ করো।