আমাদের দেহে অনেক অত্যাবশ্যকীয় অঙ্গ রয়েছে। তাদের মধ্যে একটি পাম্পের মতো সারাদেহে অক্সিজেন পৌঁছে দেয় এবং দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে পৌঁছে দেয়।
ক) Rh 'ফ্যাক্টর' কাকে বলে?
খ) শ্বেত রক্তকণিকা কীভাবে দেহের প্রহরী স্বরূপ কাজ করে?
গ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির যে নালিকাদ্বয় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।
Rh 'ফ্যাক্টর' কাকে বলে?
শ্বেত রক্তকণিকা কীভাবে দেহের প্রহরী স্বরূপ কাজ করে?
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির গঠন ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির যে নালিকাদ্বয় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে তাদের তুলনামূলক বিশ্লেষণ করো।