দৃশ্যকল্প: একটি ক্যাপসুলের দৈর্ঘ্য ও ব্যাসার্ধ যথাক্রমে 20 cm ও 4 cm এবং একটি লোহার গোলকের ব্যাস 4 cm.
ক) যৌগিক ঘনবস্তু কী? একটি উদাহরণ দাও।
খ) দৃশ্যকল্প অনুসারে যদি লোহার গোলকটিকে {frac{2}{3}} cm পুরুত্বের বৃত্তাকার পাতে পরিণত করা হয় তাহলে বৃত্তাকার পাতের ব্যাসার্ধ নির্ণয় কর।
গ) দৃশ্যকল্প অনুসারে ক্যাপসুলের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।