ছেদকের সাথে সমান্তরাল রেখায় গঠিত পরস্পর একান্তর অন্তঃস্থ কোণদ্বয় সর্বদা অসমান।
একটি নির্দিষ্ট রেখায় অবস্থিত নয় এমন একটি বিন্দুর মধ্য দিয়ে ঐ রেখার সমান্তরাল একাধিক রেখা আঁকা যায়।
যে রেখাগুলো কখনো একে অপরকে ছেদ করে না তাদেরকে সমান্তরাল রেখা বলা হয়।
সমান্তরাল রেখাগুলি কখনই পরস্পরকে ছেদ করতে পারে না।
যদি দুইটি রেখা সমান্তরাল হয়, তাদের লম্ব দূরত্ব বিভিন্ন বিন্দুতে একই থাকে।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।