কামরান একদিন এক আলোচনা অনুষ্ঠানে এসে লক্ষ করল ঘোষক একটি বস্তু মুখের সামনে ধরে কথা বলছে আর মাইকে তা শোনা যাচ্ছে। পাশে বসে থাকা ফাহিমের কাছ থেকে জানতে পারল সংকেত আদান-প্রদানের মাধ্যমে সে মাইকে শব্দ শুনতে পায়। কামরান বাড়িতে এসে টেলিভিশনে একটি হাস্যরসপূর্ণ নাটক উপভোগ করল।
ক) যোগাযোগ কাকে বলে?
খ) কম্পিউটার এত গুরুত্বপূর্ণ কেন?
গ) কামরান যে যন্ত্রের মাধ্যমে নাটক উপভোগ করে তার কার্যপ্রণালি ব্যাখ্যা করো।
ঘ) ঘোষকের হাতের বস্তুটি এবং মাইকের কার্যক্রমের তুলনামূলক বিশ্লেষণ করো।
যোগাযোগ কাকে বলে?
কম্পিউটার এত গুরুত্বপূর্ণ কেন?
কামরান যে যন্ত্রের মাধ্যমে নাটক উপভোগ করে তার কার্যপ্রণালি ব্যাখ্যা করো।
ঘোষকের হাতের বস্তুটি এবং মাইকের কার্যক্রমের তুলনামূলক বিশ্লেষণ করো।