আবু ইসহাক ১৯৬০ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পরীক্ষায় উত্তীর্ণ হন।
সূর্যদীঘল বাড়ি উপন্যাসটিকে বাস্তব জীবনের সার্থক চিত্রণের উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচনা করা যায়।
আবু ইসহাক ১৯২৬ সালের ১লা নভেম্বর শরীয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে জন্মগ্রহণ করেন।
আবু ইসহাকের মৃত্যু ঘটে ২০০৩ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকায়।
আবু ইসহাকের সূর্যদীঘল বাড়ি উপন্যাসটি ১৯৬০ সালে রচিত হয়।
সত্য হলে T চাপ দিন। মিথ্যা হলে F চাপ দিন।