Download AppGet SUN LIGHT AI App on Google Play

সৃজনশীল প্রশ্ন

ব্যাংক কর্মকর্তা সাগর বেশ মোটা ও স্থূল দেহের অধিকারী। কিছুদিন আগে থেকে সে লক্ষ করল, তার খুব বেশি ক্ষুধা ও পিপাসা পাচ্ছে। যথেষ্ট খাওয়া সত্ত্বেও অতিমাত্রায় শারীরিক দুর্বলতা, এমনকি রাতে ঘন ঘন প্রসাব হচ্ছে। অফিসে একদিন হঠাৎ অসুস্থ বোধ করলে সহকর্মীরা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর রক্তচাপ ১৮০/১০০ (mm Hg) এবং রক্তে শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি পেলেন। ডাক্তার বললেন, সাগরের রক্তচাপ অধিক এবং ওর একটি বিশেষ রোগ হয়েছে।

ক) ধমনি কী?

খ) সাগরের রক্তচাপ অধিক হওয়ার কারণ ও এর জটিলতা ব্যাখ্যা করো।

গ) সাগরের বিশেষ রোগটি "নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য”- বিশ্লেষণ করো।

ধমনি কী?

Bunny Icon

সাগরের রক্তচাপ অধিক হওয়ার কারণ ও এর জটিলতা ব্যাখ্যা করো।

Bunny Icon

সাগরের বিশেষ রোগটি "নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য”- বিশ্লেষণ করো।

Bunny Icon
লিখিত প্রশ্নের এর উত্তর দিতে অ্যাপ ব্যবহার করুন।
Like this question?
পূর্ণ অভিজ্ঞতা পেতে SUN LIGHT AI app ব্যবহার করুনGet SUN LIGHT AI App on Google Play