স্কুলে যাওয়ার পথে প্রদীপ সড়ক দুর্ঘটনায় আহত হলে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার রক্ত পরীক্ষা করে দেখলেন প্রদীপের রক্তে কোনো অ্যান্টিজেন নেই। তার বোন তাকে রক্ত দিতে চাইলে পরীক্ষায় দেখা গেল তার রক্তে কোনো অ্যান্টিবডি নেই।
ক) সিরাম কাকে বলে?
খ) সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ?
গ) উদ্দীপকে প্রদীপের দেহ থেকে ক্ষরিত উপাদানের কাজ ব্যাখ্যা করো।
ঘ) প্রদীপ কী তার বোনের রক্ত গ্রহণ করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত দাও।
সিরাম কাকে বলে?
সন্তানসম্ভবা মহিলাদের ক্ষেত্রে Rh ফ্যাক্টর কেন গুরুত্বপূর্ণ?
উদ্দীপকে প্রদীপের দেহ থেকে ক্ষরিত উপাদানের কাজ ব্যাখ্যা করো।
প্রদীপ কী তার বোনের রক্ত গ্রহণ করতে পারবে? যুক্তিসহ তোমার মতামত দাও।