রহমান সাহেব বুকে ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলেন। ডাক্তার তার রক্তচাপ পরীক্ষা করে ১৭০/১০০ মিলিমিটার (mm Hg) পেলেন এবং রক্ত পরীক্ষা করতে বললেন। রক্তে অতিরিক্ত গ্লুকোজ পাওয়া যাওয়ায় ডাক্তার তাকে ব্যবস্থাপত্র ও কিছু পরামর্শ দিলেন।
ক) শিরা কাকে বলে?
খ) হার্ট-বিট বলতে কী বোঝায়?
গ) রহমান সাহেবের উল্লিখিত প্রথম রোগটির কারণ ব্যাখ্যা করো।
ঘ) রহমান সাহেবের উল্লিখিত রোগ দুটির একটি প্রতিরোধযোগ্য হলেও অপরটি নিয়ন্ত্রণযোগ্য- বিশ্লেষণ করো।
শিরা কাকে বলে?
হার্ট-বিট বলতে কী বোঝায়?
রহমান সাহেবের উল্লিখিত প্রথম রোগটির কারণ ব্যাখ্যা করো।
রহমান সাহেবের উল্লিখিত রোগ দুটির একটি প্রতিরোধযোগ্য হলেও অপরটি নিয়ন্ত্রণযোগ্য- বিশ্লেষণ করো।