নীলা এবং শফিক দম্পতি বিভিন্ন সমস্যা নিয়ে ডাক্তারের চেম্বারে যান। নীলার রক্ত ছিল Rh- এবং তার স্বামীর রক্ত ছিল Rh+। চেম্বারে দেওয়ালে হাতে আঁকা এমন একটি অঙ্গের চিত্র ছিল যা অনবরত সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে।
ক) হৃদস্পন্দনের শব্দ কাকে বলে?
খ) কেন AB গ্রুপধারীকে Universal Acceptor বলা হয়?
গ) উদ্দীপকের উল্লিখিত অঙ্গটির গঠন বর্ণনা করো।
ঘ) সন্তান জন্মদানের ক্ষেত্রে উদ্দীপকের দম্পতির কী ধরনের সমস্যা হতে পারে? ব্যাখ্যা করো।