তৃণা রাতে চোখে দেখতে পায় না। দিনার বিয়ের দীর্ঘদিন অতিবাহিত হলেও সন্তান হচ্ছে না। অপরদিকে মিনার দাঁত সব সময় ফুলা থাকে এবং পড়ে যাচ্ছে। ডাক্তার তৃণা ও দিনাকে চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং মিনাকে পানিতে দ্রবণীয় ভিটামিন গ্রহণ করতে পরামর্শ দিলেন।
ক) সুষম খাদ্য পিরামিড কাকে বলে?
খ) খাদ্য তালিকায় শর্করা, আমিষ বাছাই করা আবশ্যক কেন?
গ) মিনাকে দেওয়া ডাক্তারের পরামর্শ ব্যাখ্যা করো।
ঘ) তৃণা ও দিনার প্রতি দেওয়া ডাক্তারের পরামর্শের ভিটামিন দুটির ভিন্নতা বিশ্লেষণ করো।
সুষম খাদ্য পিরামিড কাকে বলে?
খাদ্য তালিকায় শর্করা, আমিষ বাছাই করা আবশ্যক কেন?
মিনাকে দেওয়া ডাক্তারের পরামর্শ ব্যাখ্যা করো।
তৃণা ও দিনার প্রতি দেওয়া ডাক্তারের পরামর্শের ভিটামিন দুটির ভিন্নতা বিশ্লেষণ করো।