রুমির উচ্চতা ১.৬ মিটার, ওজন ৬৪ কেজি। সে ডাল, আলু, খোসাসমেত টাটকা ফল এবং শাক-সবজি খেতে পছন্দ করে।
ক) চর্বি কাকে বলে?
খ) ফাস্ট ফুডকে সুষম খাদ্যের মধ্যে ধরা হয় না কেন?
গ) রুমির BMI নির্ণয় করো।
ঘ) উল্লিখিত খাবারগুলো মানবদেহের জন্য কতটা বিশ্লেষণ করো।
চর্বি কাকে বলে?
ফাস্ট ফুডকে সুষম খাদ্যের মধ্যে ধরা হয় না কেন?
রুমির BMI নির্ণয় করো।
উল্লিখিত খাবারগুলো মানবদেহের জন্য কতটা বিশ্লেষণ করো।