সিয়ামের ওজন ৫০ কেজি, উচ্চতা ১.৫ মিটার। সে প্রতিদিন ৩০০ গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে। তার বন্ধু প্রান্ত অতিরিক্ত চর্বিজাতীয় খাদ্য গ্রহণ করে।
ক) ভিটামিন কাকে বলে?
খ) খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
গ) সিয়ামের BMI নির্ণয় করো।
ঘ) সিয়াম ও প্রান্তর গ্রহণকৃত খাদ্য দুটির মধ্যে কোনটি অতিরিক্ত গ্রহণ করলে বহুমূত্র রোগ দেখা দিতে পারে? বিশ্লেষণ করো।
ভিটামিন কাকে বলে?
খাদ্য তালিকায় কাঁচা কলা থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।
সিয়ামের BMI নির্ণয় করো।
সিয়াম ও প্রান্তর গ্রহণকৃত খাদ্য দুটির মধ্যে কোনটি অতিরিক্ত গ্রহণ করলে বহুমূত্র রোগ দেখা দিতে পারে? বিশ্লেষণ করো।