A মৌলের পারমাণবিক সংখ্যা B মৌলের পারমাণবিক সংখ্যার দ্বিগুণ থেকে 2 বেশি। C মৌলের পারমাণবিক সংখ্যা A মৌলের পারমাণবিক সংখ্যার অর্ধেক থেকে দুই কম। B মৌলটি ৩য় পর্যায়ে গ্রুপ-14 থেকে অবস্থিত।
ক) আইসোটোপ কী?
খ) সালফার কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে?
গ) A মৌলটির 19 তম ইলেকট্রন 3d তে নাকি 4s এ প্রবেশ করে? ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির আলোচনা করো।