$_1W, _2X, _7Y$ ও $_{12}Z$ চারটি মৌল, যেখানে W, X, Y, Z প্রচলিত অর্থে কোনো মৌলের প্রতীক নয়।
ক) পর্যায় কাকে বলে?
খ) $CH_3, – CH_3,$ একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো।
গ) Y ও Z মৌলের আলোকে ব্যাখ্যা করো যে, ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণির মূলভিত্তি।
ঘ) পর্যায় সারণিতে W ও X মৌলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ নয়— উক্তিটি বিশ্লেষণ করো।