তাওসিফ ৯০০ গ্রাম ভরের একটি ফুটবলের উপর ১০০ নিউটন বল প্রয়োগে গোল করার লক্ষ্যে কিক করে। ফুটবলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বারপোস্টে ধাক্কা খেয়ে ফিরে আসে।
ক) ভরবেগ কাকে বলে?
খ) গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরতে হয় কেন?
গ) উদ্দীপকের ফুটবলটির ত্বরণ নির্ণয় করো।
ঘ) উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি নিউটনের গতি বিষয়ক কোন সূত্রকে সমর্থন করে? যুক্তি-সহ বিশ্লেষণ করো।
ভরবেগ কাকে বলে?
গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরতে হয় কেন?
উদ্দীপকের ফুটবলটির ত্বরণ নির্ণয় করো।
উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি নিউটনের গতি বিষয়ক কোন সূত্রকে সমর্থন করে? যুক্তি-সহ বিশ্লেষণ করো।