দৃশ্যকল্প 1: জন্মদিনের ঘর সাজানোর জন্য, নুজহাত বেলুন ব্যবহার করে। এজন্য সে বেলুন ফুলাতে শুরু করে। হঠাৎ একটি বেলুনের মুখে বাঁধা সুতা খুলে গেল। নুজহাত লক্ষ করলো, বেলুনের মুখ যেদিকে ছিল বেলুনটি তার বিপরীত দিকে সরে গেল। দৃশ্যকল্প 2: অর্পা ২.৫০ নিউটন বল একটি খেলনা গাড়ির উপর প্রয়োগ করায় ৫ মিটার/সেকেন্ড² ত্বরণ সৃষ্টি হলো।
ক) জড়তা কাকে বলে?
খ) ৫০ নিউটন বল বলতে কী বোঝায়?
গ) দৃশ্যকল্প ২ এর আলোকে অর্পার খেলনা গাড়িটির ভর নির্ণয় করো।
ঘ) দৃশ্যকল্প ১ এর ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ লেখো।
জড়তা কাকে বলে?
৫০ নিউটন বল বলতে কী বোঝায়?
দৃশ্যকল্প ২ এর আলোকে অর্পার খেলনা গাড়িটির ভর নির্ণয় করো।
দৃশ্যকল্প ১ এর ঘটনাটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? যুক্তিসহ লেখো।