কোনো স্থান থেকে 76 মিটার দীর্ঘ একটি ল্যাম্পপোস্টের দিকে x মিটার এগিয়ে আসলে ল্যাম্পপোস্টটির শীর্ষের উন্নতি কোণ 30° থেকে 45° হয়। অপর একটি ল্যাম্পপোস্ট ঝড়ে এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ উৎপন্ন করে ল্যাম্পপোস্টের গোড়া থেকে ১৪ মিটার দূরে মাটি স্পর্শ করল।
ক) ABC-এ এবং AC = ৪ মিটার হলে AB এর দৈর্ঘ্য নির্ণয় কর।
খ) x-এর মান নির্ণয় কর।
গ) অপর ল্যাম্পপোস্টটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর।
ABC-এ এবং AC = ৪ মিটার হলে AB এর দৈর্ঘ্য নির্ণয় কর।
x-এর মান নির্ণয় কর।
অপর ল্যাম্পপোস্টটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর।