একটি পিলারের শীর্ষ বিন্দুতে ঐ বিন্দু থেকে 36 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 45°।
ক) সংক্ষিপ্ত বর্ণনাসহ আনুপাতিক চিত্র আঁক।
খ) পিলারের উচ্চতা নির্ণয় কর।
গ) পিলারটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ করে মাটি স্পর্শ করলে কত উচ্চতায় তা ভেঙ্গেছিল।
সংক্ষিপ্ত বর্ণনাসহ আনুপাতিক চিত্র আঁক।
পিলারের উচ্চতা নির্ণয় কর।
পিলারটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 30° কোণ করে মাটি স্পর্শ করলে কত উচ্চতায় তা ভেঙ্গেছিল।