M এবং N দুটি মৌল। M মৌলের তিনটি আইসোটোপের শতকরা পরিমাণ যথাক্রমে ${}^{12}M^{\prime} = 99\%$, ${}^{13}M = 0.75\%$, এবং ${}^{14}M = 0.25\%$। N মৌলটি ৩য় পর্যায়ের হ্যালোজেন গ্রুপের সদস্য।
ক) অ্যানায়ন কাকে বলে?
খ) Ar নিষ্ক্রিয় কেন? ব্যাখ্যা করো।
গ) M মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো।
ঘ) Mও N মৌল দ্বারা গঠিত যৌগের চিত্র এঁকে মুক্তজোড় ও বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা হিসাব করো।