একটি মৌল A এর 2টি আইসোটোপ যথাক্রমে $^{35}A$ এবং $^{37}A$। A মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5। একটি অন্য মৌল B যার প্রোটন সংখ্যা 19।
ক) ইলেকট্রন বিন্যাস কাকে বলে?
খ) পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে পার্থক্য লেখো।
গ) মৌলের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ নির্ণয় করো।