পর্যায় সারণির গ্রুপ-16 এর একটি মৌলকে বায়ুতে পোড়ালে একটি অক্সাইড A পাওয়া যায়। যা ঝাঁঝালো গন্ধযুক্ত অত্যন্ত বিষাক্ত গ্যাস। শিল্প ক্ষেত্রে A থেকে একটি এসিড B পাওয়া যায়।
ক) ক্ষারক কাকে বলে?
খ) পরিপাকে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব লেখো।
গ) উদ্দীপকের A হতে স্পর্শ পদ্ধতিতে B কীভাবে তৈরি করবে ? ব্যাখ্যা করো।
ঘ) উল্লেখিত B এসিডটি জারক এবং নিরুদক হিসাবে কাজ করে - বর্ণনা দাও।