রসায়ন ক্লাসে মুসরাত বেগম নিজের আকরিক হতে ধাতু নিষ্কাশন পদ্ধতি আলোচনা করলেন- (i) চালকোসাইট, (ii) বক্সাইট, (iii) হেমাটাইট।
ক) তড়িৎদ্বার কাকে বলে?
খ) বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।
গ) (i) নং আকরিক হতে নিষ্কাশিত ধাতুর বিশোধন প্রক্রিয়া বর্ণনা করো।
ঘ) (ii) ও (iii) নং আকরিক থেকে ধাতু নিষ্কাশন কৌশল ভিন্ন প্রকৃতির কেন- বিশ্লেষণ করো।