নীলা ম্যাডাম ইদানীং ছোট লেখা স্পষ্ট দেখতে পান না। আবার দূরের বস্তু স্পষ্ট দেখতে পান। অপরদিকে তার ভাই সঞ্জীব ৫০ সেমি দূরের বস্তু ঝাপসা দেখে। চক্ষু বিশেষজ্ঞের কাছে গেলে তাদের ভিন্ন ভিন্ন লেন্সের চশমা দেন।
ক) আলোর প্রতিসরণ কাকে বলে?
খ) উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো।
গ) মি. সজীবের চশমায় ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় করো।
ঘ) নীলা ম্যাডাম ও মি. সজীবের পৃথক লেন্স ব্যবহারের কারণ বিশ্লেষণ করো।
আলোর প্রতিসরণ কাকে বলে?
উত্তল লেন্স ও অবতল লেন্সের মধ্যে দুটি পার্থক্য লেখো।
মি. সজীবের চশমায় ব্যবহৃত লেন্সের ক্ষমতা নির্ণয় করো।
নীলা ম্যাডাম ও মি. সজীবের পৃথক লেন্স ব্যবহারের কারণ বিশ্লেষণ করো।