আরিক ক্লাসে বোর্ডের লেখাগুলো স্পষ্ট দেখতে পায় না। এ অবস্থায় সে একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর -2D ক্ষমতার চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।
ক) স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে?
খ) লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়?
গ) আরিকের চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা করো।
ঘ) আরিকের জন্য উল্লিখিত চশমা ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
স্পষ্ট দৃষ্টির নিকট বিন্দু কাকে বলে?
লেন্সের ক্ষমতা বলতে কী বোঝায়?
আরিকের চোখের ত্রুটির কারণ ব্যাখ্যা করো।
আরিকের জন্য উল্লিখিত চশমা ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ করো।